কাপ্তাই ন্যাশনাল পার্কে শুক্রবার বিকালে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে ।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, শুক্রবার সকালে লোকালয়ে অজগর সাপ চলে আসায় স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন গিয়ে সাপটিকে রাঙামাটি সদরস্থ টেনিস ক্লাব সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে।
পরে দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্’র নির্দেশ মোতাবেক ওইদিন বিকেল প্রায় ৬ টায় কাপ্তাই ন্যাশনাল পার্কের রামপাহাড় বিটে সাপটি অবমুক্ত করেছে বন বিভাগ। এসময় রামপাহাড় বন বিট কর্মকর্তা টিপু সুলতান, ফরেষ্টার সুব্রত কুমার দাশ ও বনকর্মী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।