রাজস্থলীতে, জে এস এস মুলদলের কালেক্টর কে আটক করেছে যৌথ বাহিনী।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৪ জুলাই জে এস এসের মূলদলের কালেক্টর উক্যানু মারমা (৩০) কে বাঙালহালিয়া ক্যাম্প অধিনায়ক লেঃ সাদ মাহমুদ ও ওয়ারেন্ড অফিসার রাসেদ খানের নেতৃত্বে তাকে আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উক্যানু মারমা জে এস এসের প্রধান কালেক্টর হিসেবে প্রতিনিয়ত চাঁদা আদায় সহ জে এস এস এর সোর্সের কাজে নিয়েজিত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সকল কার্যক্রমের কথা স্বীকার করে, আটকের পর রাজস্থলী থানায় সোপর্দ করা হয়েছে,এবং সে লংগদু পাড়ার কৃষক তুইনুমং মারমা হত্যা মামলার আসামী ছিল।
এ বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান জানিয়েছেন,বৃহস্পতিবার আসামী কে রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে।