পার্বত্য জেলা রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জুরাইছড়ি উপজেলা পরিদর্শণ করেছেন।
শনিবার সকালে জুরাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথের নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় জুরাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,জুরাইছড়ি থানার ওসি মোঃ শফিউল ইসলাম,বিভীন্ন দফপ্তরের কর্মকর্তা, অত্র উপজেলার বিভীন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
জুরাইছড়ি সফরকালে জেলা প্রশাসক গৃহ ও ভূমিহীনদের নবনির্মিত ঘর ও নির্মিতব্য ঘরসমূহ পরিদর্শণ করেন। পরিদর্শনকালে সুবিধাভোগীদের সাথে কথা বলেন এবং পরিবারের খোঁজ খবর নেন। এসময় সুবিধাভোগী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শণ শেষে তিনি উপজেলা হলরুমে সবার সাথে মতবিনিময় করেন।
পরে তিনি জুরাইছড়ি থানা পরিদর্শণ করেন। এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান কে গার্ড অব অনার প্রদান করে জুরাইছড়ি থানা পুলিশ।