অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশের ন্যায় কাপ্তাইয়ে চলছে টানা ভারীবর্ষন। অতি ভারী বর্ষন হলেই দেশের পার্বত্য অঞ্চলে বেরে যায় পাহাড় ধসের আতংক।
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসতে প্রতিনিয়ত প্রচারনা অভিযান চলিয়ে যাচ্ছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় কাপ্তাই উপজেলার লকগেইট, ঢাকাই কলোনী সহ বিভিন্ন জায়গায় প্রচারনা অভিযান পরিচালনা করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ও কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন মাইকিং এর মাধ্যমে উক্ত ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে বসবাসরতদের কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে চলে আসতে প্রচারনা চালান।
এসময় কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান, এসআই পীযূষ কান্তি দাস, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী, কাপ্তাই ইউএনও অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, ইউপি সদস্য সজিবুর রহমান, কাপ্তাই উপজেলা মৎস্যজীবী লীগ আহবায়ক মোস্তাক আহমেদ, কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কাপ্তাইয়ে বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে এবং গত ৩ বছর আগেও কাপ্তাইয়ে পাহাড় ধসে ১৮ জনের প্রাণহানী সহ বেশকিছু হতাহতের ঘটনা ঘটে।