অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কুষ্টিয়ায় নির্মানাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কাপ্তাই উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সভা বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরীর সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য স্বাধীনতা শিক্ষক পরিষদ কাপ্তাই এর সভাপতি জয়সীম বড়ুয়া।
এছাড়া প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক,
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক
কাজী মাকসুদুর রহমান বাবুল সহ কাপ্তাইের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়,বারঘোনীয়া মুখ প্রাথমিক বিদ্যালয় হরিনছড়া মুখ বিদ্যালয়, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়, বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন এবং বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ..