কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন বাজারে বৃহস্পতিবার সকালে করোনা সংক্রমন প্রতিরোধে প্রচারণা ও মাস্ক বিতরণ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এই সময় মাস্কবিহীন বিভিন্ন ক্রেতা, বিক্রেতাকে জরিমানা না করে তিনি নিজেই তাদের মাস্ক পরিয়ে দেন।
কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন,
হত দরিদ্র এইসব মানুষকে জরিমানা করলে তা আদায় করতে পারবে না এই বিবেচনা করে তিনি তাদের মাঝে মাস্ক বিতরন করেছেন এবং স্বাস্থ্য বিধি মানতে উৎসাহিত করেন।
এদিকে এছাড়াও বিভিন্ন অপরাধে তিনি ৩ টি মামলায় ৩ জনকে সংক্রমণ রোগ নির্মূল ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।