উচহ্লা মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান লামা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লামা সদরে করোনাকালীন প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে।
আজ সোমবার (২৬ জুলাই ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্মীয় সম্পাদক রবিন বাহাদুরের আন্তরিক সহযোগীতায়, স্বাস্থ্য সুরক্ষার্থে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা,লামা সরকারী মাতামুহুরী কলেজ ও লামা পৌরশাখার উদ্যোগে লামা উপজেলা চত্ত্বরে বসানো হয়েছে করোনাকালীন প্রতিরোধক বুথ স্থাপন করা হয়।
এ সময় শুভ উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য মাহবুব ইসলাম,লামা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা এবং লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যলাইন মারমা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, ও লামা পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।