রাঙামাটি রাজস্থলী উপজেলায় আরো ২ জনের করোনা সনাক্ত হয়েছে ।এদের মধ্যে ১জন হলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মরত নার্স । অপর জন সীমান্ত সড়কের কর্মরত প্রকৌশলী।
সোমবার ২৬ শে জুলাই সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২ জনের নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান জানান,প্রথমবারে অাক্রান্ত রোগীর সংস্পর্শে অাসা ২জনের এন্টিজেন কীটের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।পরে তাদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।তারমধ্যে মহিলা ১ জন ও পুরুষ ১জন।
অাক্রান্ত ব্যক্তিদের সাথে ফোনালাপে জানা যায়- বর্তমানে তারা মোটামুটি সুস্থ রয়েছেন।তবে এক জনের হাল্কা জ্বর ও স্বর্দি রয়েছে বলে জানান ল্যাব টেকনিশিয়ান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান,কোভিড-১৯ এ অাক্রান্ত রোগীদের স্বস্ব বাসায় কোয়ারান্টাইনে থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি তাদের ভিটামিন জাতীয় খাবার এবং ফলমূল খাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।সেই সাথে কোয়ারান্টাইনে থাকা অবস্থায় কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক জানান, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের কোয়ারান্টাইন থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়।ওই এলাকায় লাল পতাকার চিহ্ন দেয়া হয়েছে।
রোগীদের জরুরি কোন জিনিসপত্র প্রয়োজন পড়লে সেচ্ছাসেবীরা সেবাদান করবে।এবং অতিরিক্তভাবে ক্ষতিগ্রস্থ হলে তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সাংবাদিকদের জানান ।