ওমর ফারুক আকাশ,গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ির জেলার গুইমারা বুদং পাড়ায় মিনিট্রাকের চাপায় সন্তোস কান্তি দাস (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে সাত টার দিকে বুদং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশের যাত্রীছাউনি সংলগ্ন চায়ের দোকানে বসে ছিলেন সন্তোস কান্তি দাস(৪৫)। সে সময় খাগড়াছড়ির দিক থেকে আসা গুইমারা গামী জরুরি খাদ্য সরবরাহকারী মিনিট্রাক( চট্ট মেট্রো ন ১১ ১৫৭৯) তাহাকে চাপা দিয়ে ড্রাইভার পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার খবর পেয়ে গুইমারা থানা পুলিশ মিনিট্রাকটি আটক করেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।