সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে মাঠে রয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন। শনিবার কাপ্তাইয়ের নতুনবাজার ও জেটিঘাট এলাকায় সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ কার্যকরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এইসময় দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ৩ টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ টি সহ সর্বমোট ৪ টি মামলায় ১৪শ টাকা জরিমানা আদায় করা হয়। এইছাড়া করোনা ভাইরাস সংক্রমন রোধে ইউএনও মুনতাসির জাহান মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করেন।
এসময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।