রাঙামাটির রাজস্থলী উপজেলায় করোনা সংক্রমন নিয়ন্ত্রণে দিন দিন কঠোর হচ্ছে পুলিশপ্রশাসন। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টা হতে বেলা ১ টা পর্যন্ত বৈরি অাবহাওয়া সত্বে ও করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও কঠোর লগডাউন কার্যকর করতে রাজস্থলী উপজেলার বাজার এলাকা, নাহ্নামুখ পাড়া, মহব্বত পাড়া সহ করোনা ভাইরাস সংক্রমন রোধে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করেন। ছোট খাটে যানবাহন চেক পোষ্ট বসিয়ে তল্লাসি সহ সকল কে মাস্ক পরে প্রয়োজন ছাড়া ঘুরা ফেরা না করার পরামর্শ দেন রাজস্থলী থানার পুলিশ।