ঈদের পর সরকার ঘোষিত কঠোর লগডাউন বাস্তবায়নে রাঙামাটি জেলার রাজস্থলীতে মাঠে রয়েছে সেনাবাহিনী। ২৩ জুলাই শুক্রবার সকাল ৬ টা হতে এলাকার বিভিন্ন জায়গাই সেনাবাহিনী পাশা পাশি পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। সেনাবাহিনীর সদস্যরা টহলের পাশা পাশি জনসচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।
উপজেলা সদরের বাজারে, বাঙালহালিয়া বাজার, ইসলামপুর বাজারে বিনা প্রয়োজনে অাসতে নিষেধ করা হচ্ছে। তা ছাড়া কেনাকাটা করতে অাসা জনগন কে দুরত্ববজায় রাখতে উদ্বুদ্ধ করা সহ দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সকলকে জানান। দেখা যায়, রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার অাশরাফুল ইসলামের নেতৃত্বে লগডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে। এ সময় হ্যান্ড মাইক নিয়ে কোভিট- ১৯ মোকাবেলায় সরকারি নির্দেশনা মানতে সতর্কতা মূলক প্রচারণা চালানো হয়। জরুরী প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে শাররীক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে অাহবান জানান সেনা সদস্যরা।