রাঙামাটি রাজস্থলীতে আইনশৃঙ্খলাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী বাজারের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন ( রিপন) হত্যা মামলার আসামীকে বান্দরবান সদর থানার রাজভিলা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেন। তার নাম ক্যাসাচিং মারমা, (৩০) সে বান্দরবান জেলার রাজভিলা ইউনিয়নের উদালবুনিয়া এলাকার মুইসামং মারমার ছেলে। এর আগে রিপন হত্যার মামলায় আরো ২ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানাগেছে,২০২০ সালের অক্টোবরের ০৯ তারিখ রাজস্থলী বাজারের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন (রিপন) কে অর্তকিত ভাবে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়, ঘটনাস্থলে জালাল উদ্দিন( রিপন) প্রান হারায়।
এ বিষয়ে রিপনের পরিবার বাদী হয়ে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করেন, মামলা নং ০১/০৯/১০/২০২০ ধারা, ১৪৩.৪৪৮.৩০২.১২০.খ ৩৪। এ বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মফজল অাহমদ খান, জানান গতকাল রাত আনুমানিক ৯ টায় বাঙালহালিয়া ক্যাম্পের ক্যাপ্টেন মুসফিক আহমেদ সামিত একজন আসামী কে এনে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে রিপন হত্যায় মামলা থাকায় তাকে রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি জানান।