র্যামবো ত্রিপুরা; থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
পার্বত্য বান্দরবান থানচি উপজেলায় প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী কোভিড-১৯, কারনে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি।
১৮জুলাই রবিবার দুপুর ১২টায় থানচি নবনির্মিত টাউন হলে দূর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুুষ যেন খাদ্য সংকটে না ভোগে এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক কোভিড-১৯ কারনে কর্মহীন হয়ে পড়া ইজিবাইক, অটল, মাহেন্দ্র, বি-সেভেন্টি ড্রাইভার, টুরিস্ট গাইড ও দুঃস্থ মহিলারে মাঝে ৫০০টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত প্যাকেট এর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, চিড়া ১ কেজি ও ডাল ১ কেজি রয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সভায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসামী, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সুধীপসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ এই সভায় উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বান্দরবান জেলার থানচি হল এক সময় দূর্গম উপজেলা। কিন্তু এখন থানচি বললে পর্যটনের জন্য সবচেয়ে পরিচিত এবং পছন্দজনক স্থান হিসেবে এই উপজেলা সুনাম রয়েছে। পর্যটনকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই উপজেলায় আরো উন্নত হবে। দর্শনীয় স্থান গুলোকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। আপনাদের ঐকান্তিক চেষ্টায় এই উপজেলাকে আরো উন্নত করা সম্ভব।
তিনি আরো বলেন, কোভিড-১৯, সংক্রমণ প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসেবে প্রথমতঃ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনারা সব সময় মাস্ক ব্যবহার করবেন।
এর আগে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার সফর কর্মসূচী অনুযায়ী থানচি উপজেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গনে পৃথকভাবে বৃক্ষরোপন করার মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার। পরে থানচি উপজেলা পরিষদ, থানচি নির্বাহী অফিসার কার্যালয়, থানচি ভূমি অফিস, থানচি থানা পরিদর্শন করা হয়। এ ছাড়া তিনি ইউনিয়ন পরিষদ, মৌজা, এনজিও অফিস পরিদর্শন করেন।