llখাগড়াছড়ি প্রতিনিধি ll
খাগড়াছড়িতে যাওয়ার পথে শান্তি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার ১৬ডিসেম্বর বিকেল ২.৩০ ঘটিকায় খাগড়াছড়ির আলুটিলা হৃদয় মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রনেশ্বর ত্রিপুরা(২৪)। সে মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণা এলাকার বাসিন্দা মনমোহন ত্রিপুরার ছেলে।
এ সময় তিনি রিছাং ঝর্ণা হতে খাগড়াছড়িতে ভাড়ায় লোক নেয়ার জন্য আসছিলেন। খাগড়াছড়ি হতে ময়মনসিংহগামী শান্তি পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
লোকমুখে জানা যায় যে, নিহতের ভাই রমেল ত্রিপুরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ বাসটি আটক ও মরদেহ উদ্ধার করেছে।