কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে জনগণকে সচেতন করতে প্রতিনিয়ত প্রচারনা কার্যক্রম অব্যাহত রয়েছে । তারই ধারাবাহিকতায় মঙ্গল বার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই উপজেলা বাইরেও প্রচারনা চালানো হয়।
কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন জানান , গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশক্রমে মঙ্গলবার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়াইউনিয়নের কুদুমছড়া, নাড়াছড়া শফিপুর, ইসলামপুর, দশ মাইল, সুখ বিলাস, রাজস্থলী বাজার, নাহ্নামুখপাড়া, নোয়াঝিড়ি পাড়া,সহ রাজস্থলী উপজেলার অনেক জায়গায় করোনা সচেতনতায় প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় কাপ্তাই তথ্য অফিসের গাড়িতে মাইকিং এর মাধ্যমে করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ সমুহ প্রচার প্রচারণা করা হয়। এছাড়া জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামুলক প্রচারনা চালানো হয়।