খাগড়াছড়িতে কোভিড-১৯ পরিস্থিতিতে ১২ জুলাই রোজ সোমবার সকালে আলেম ওলামাদের মাঝে জেলা আওয়ামী ওলামা লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু) উপস্থিতিতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা ওলামা লীগের আহবায়ক হাফেজ মাওলানা মো: নুরুন্নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ রফিক উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রধান অতিথি বলেন,বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় সকলকে আরো সচেতন হতে হবে। পাশাপাশি মাস্ক পরিধান, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে সকলকে সচেতন করে তোলার আহবান জানান।