কাপ্তাই উপজেলায় থামছেনা করোনা শনাক্তের হার। দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। রবিবার কাপ্তাইয়ে আরো ১২ জন করোনা পজিটিভ। তৎমধ্যে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টে ৫ জন পজিটিভ এবং বাকী ৭ জনের রাঙামাটি পিসিআর ল্যাব আসা করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে। এদিকে স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে কাপ্তাইয়ের ওয়াগ্গা, চিৎমরম, কেপিএম, মিশন ও বড়ইছড়ি এলাকার বাসিন্দা রয়েছে। এছাড়া কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক রয়েছে বলে জানা গেছে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার ১২ জন বাসিন্দার করোনার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত ২৬৪ জন। তিনি আবারো এলাকাবাসীকে করোনা সংক্রমন রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সরকারি বিধি নিষেধ মেনে চলতে পরামর্শ জানান।