কাউখালী প্রতিনিধি।
দিলোয়ারা আক্তার।
আজ ১৬ ই ডিসেম্বর ২০ ইং (বুধবার) ভোর ৬টা ৩৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে রাঙ্গামাটির কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
প্রথমেই একসাথে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান “সামশুদ্দোহা চৌধুরী” ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা “শতরূপা তালুকদার” বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।তারপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ “শহিদ উল্লাহ পিপিএম”।তারপরে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা,সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৮টায় জাতীয় সংগীতের সঙ্গে বাঙালির নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান “সামশুদ্দোহা চৌধুরী ” উপজেলা নির্বাহী কর্মকর্তা “শতরূপা তালুকদার ” কাউখালী থানা অফিসার ইনচার্জ “শহিদ উল্লাহ পিপিএম”। সরকারি আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে সালাম প্রদর্শন করেন।এর পর সকাল ৮.৩০মিনিটে দোয়া ও মিলাদ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।