উখিয়া ,কক্সবাজার
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ‘হাজম রোড সিএনজি শ্রমিক একতা সংঘ’এর নির্বাচন ঘনিয়ে আসছে।নির্বাচন কে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।ইতিমধ্যে কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি -সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদন্ধিতার আভাস পাওয়া যাচ্ছে।অনেকেই সভাপতি পদ নিয়ে বেশী আগ্রহ দেখা যাচ্ছে।নির্বাচনে সভাপতি পদে মোঃছৈয়দ আলম চেয়ার প্রতীক নিয়ে লড়ছেন।
১ লা ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ার প্রতীকে সকল শ্রমিক(ভোটার)ভাইদের মুল্যবান ভোট প্রত্যাশা করে দোয়া চেয়েছেন।এক প্রতিক্রিয়ায় শ্রমিক নেতা ছৈয়দ আলম জানান,তিনি প্রতিষ্ঠার পর থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।দ্ধিতীয় বারের মত নির্বাচিত হলে শ্রমিক ভাইদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।তিনি নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।
প্রসঙ্গঃ সভাপতি যে ৩ জন প্রতিদন্ধিতা করছেন,তাঁরা হলেন মোঃছৈয়দ আলম,খাইরুল আমিন ও নুরুল আলম।তিন প্রার্থীর মধ্যে প্রচার-প্রচারণা, বৈঠক, সমাবেশে এগিয়ে রয়েছেন বর্তমান সভাপতি ছৈয়দ আলম।শ্রমিকদের কাছে বেশ জনপ্রিয় মুখ ছৈয়দ আলম।তাকে পুনরায় নির্বাচিত করতে কোমর বেধে মাঠে নেমেছেন বলে অনেকের অভিমত।