মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বান্দরবানে থানচিতে উপজেলায় মায়ের কোল খালি করে প্রাণ গেলো আড়াই বছরের এক শিশুর। থানচি উপজেলার সদর বাজার পিছনে গলির পরিত্যাক্ত নর্দমায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম থুইথুইওয়াং মারমা। থানচি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছান্দাক পাড়া বাসিন্দা আপিমং মারমার তৃতীয় কন্যা সন্তান।
৮ জুলাই দুপুরে থানচি সদরে বাজারের পিছনের গলিতে পাবলিক টয়লেট ও উপজেলা জনসংহতি সমিতি পরিত্যক্ত অফিসের পাশের নর্দমায় এই দুর্ঘটনাটি ঘটে।
এদিকে স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ী মংউচিং মারমার নাতনী দোকান থেকে সবার অজান্তে বের হয়ে যায়। শিশুটিকে দোকানে খুজেঁ পাওয়া না গেলে বাজার এলাকায় খোঁজাখোঁজি করে এরপর বাজারের পিছনের গলিতে পুরানো উপজেলা জনসংহতি সমিতি অফিস ও পাবলিক টয়লেট পাশে পরিত্যক্ত নর্দমা থেকে শিশুটি অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। শিশুকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আবদুল্লাহ আল নোমান শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।