আকতার হোসেন,
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সংকল্প” ক্লাবের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কাজের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার করেরহাট ইউনিয়নে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
১৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা বাজারে সংকল্প ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব জাহেদুল ইসলাম জাহেদের সঞ্চালনায় এবং ক্লাবের যুগ্ম আহবায়ক আশীষ দাশের সভাপতিত্বে উদ্বোধন করেন ক্লাবের আহবায়ক আশরাফ উদ্দিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কালা চাঁদ চৌধুরী, করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পজিটিভ মিরসরাই পত্রিকার সম্পাদক কামরুল হাসান জনি, উদয়ন ক্লাবের সভাপতি সালা উদ্দিন, সমাজসেবক এনায়েত হোসেন, ইকবাল হোসেন, একতা ক্রীড়া সংঘের সভাপতি মাঈন উদ্দিন, তড়িৎ বল, নিজাম উদ্দিন প্রমুখ।