রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলামুখ পাড়া হতে গোপন সংবাদের ভিত্তিতে জে এস এসের দুই দুর্ধষ সন্ত্রাসী কে আটক করলো কাপ্তাই জোনের অধিন রাজস্থলী সাব জোন। গতকাল বুধবার উপজেলার ঘিলামুখ পাড়া এলাকা হতে সীতায়ন তনচংগ্যা (২৭) হামনি তনচংগ্যা (২৪) কে রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মন্জুর হোসেনের নেতৃত্বে তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য যে তারা প্রতিনিয়ত সন্ত্রাসী, চাঁদাবাজী অপহরন কাজে লিপ্ত, ছিল। তাদের কে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, বলেন, ২ জন আসামী কে সেনাবাহিনী থানা নিয়ে আসে,। তাদের বিরুদ্ধে ২ নং গাইন্দ্যা লংগদু পাড়ার নীরহ কৃষক হত্যার মামলার আসামী বলে জানান।