আরিফুল ইসলাম,রাঙ্গামাটি:
১ জুলাই রোজ বৃহস্পতিবার সকালে আনুমানিক ৯ ঘটিকায় রাঙ্গামাটির বরকল উপজেলাধীন আইমাছড়া ইউনিয়ের কলাবুনিয়া বাজারের চায়ের দোকানদার ও যুবলীগ কর্মী আবুল বাসার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে হটাৎ করে একটি আমগাছ ভেঙে তার গায়ে পড়ে যায়। তাতে তার মাথা ফেটে যায় ও ডান পা ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভীন্ন জায়গায় গুরতর যখম হয়।
এসময় দরিদ্র এই দোকানীর চিকিৎসার জন্য
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানা ৫০০০ হাজার টাকা সাহায্যে প্রদান করেন।আবুল বাসারকে চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি উক্ত সহায়তা প্রদান করেন বলে জানা গেছে।এসময় তার অবস্থা আশংকাজনক দেখে রাঙ্গামাটি থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বললে আর্থিক সংকটে থাকা বাশারকে সহযোগীতার হাত বাড়িয়ে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।
তিনি বাসারের চিকিৎসার জন্য ৮০০০ টাকা নগদ আইমাছড়া যুবলীগের সাধারন সম্পাদক মো শামীমের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে,এছাড়া একটি সূত্র জানিয়েছেন দেখভালের সম্পূর্ণ দ্বায়ীত্ব নিয়েছেন বলে জানা গেছে।