llরাঙ্গামাটি প্রতিনিধিll
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,উপজেলা প্রেসক্লাব,মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড ও বিভিন্ন অঙ্গ সংগঠন ।
এসময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন,নবাগত রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮.৩০ টায় পুষ্পার্ঘ্য অর্পণ পূর্বক শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিরবতা পালন,ও মোনাজাত করা হয় ।
উপজেলা প্রসাশনের জাতীয় পতাকা উত্তলন করার পর,আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে নবাগত জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল ওহাব হাওলাদার নৌকা যোগে নানিয়ারচর সদর থেকে বুড়িঘাটের বীর শ্রেষ্টো মুন্সী আব্দুর রউফের মাজারে পৌছান,এবং দোয়া ও পুষ্প অর্পন করেন।
এরপর এক মিনিট নিরবতা পালন সহ দেশের সকল সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রোদ্ধা জানিয়েছেন।
এছাড়া মাননীয় প্রধান মন্ত্রী সহ বর্তমান রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সভাপতি দিপঙ্কর তালুকদারের সুস্বাস্থ্য কামনা করেন।
এছাড়া ইলিপন চাকমা ও উপজেলা সভাপতি জানিয়েছেন,বর্তমানে দেশে শীতে করোনা মহামারি বাড়তে পারে,তাই সকলকে ঐকান্তিক প্রচেষ্টায় আগাতে হবে।