হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্ভোধন করা হয়েছে।
২৪ শে নভেম্বর ২০২০ ইং রোজ মঙ্গলবার, সকাল ১০ ঘটিকায়, উপজেলা প্রশাসনের আয়ােজনে ও জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি যাদুঘর এর তত্ববধানে উপজেলা পরিষদ চত্বরে মেলার কর্মসূচী চালু হয়।
মেলার কর্মসূচী উদ্ভোধন করেন জনাব রুহুল আমিন (উপজেলা নির্বাহী অফিসার) ।
উক্ত উদ্ভোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মুক্তার বেগম মুক্তা (মহিলা ভাইস চেয়ারম্যান), মােঃশরীফ উল্যাহ্ উপজেলা সহকারী কমিশনার (ভুমি), মােঃ শফিউল আজম ( মাধ্যমিক শিক্ষা অফিসার) সহ আরো অনেকেই।
এ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন এবং চলমান বিশ্বে করােনা মহামারিতে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযােগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। শেষে অতিথিরা
মেলার বিভিন্ন স্টলে পরিদর্শন করেন।
বিকেলে আলােচনা সভা ও পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত করা হয়।