লেখক:মোঃসফিকুল ইসলাম
তোরা সবাই আমার ভালো বন্ধু,
তোদের অভিমান গুলো
আমাকে কষ্ট দেয়।
তার পরেও ভালো লাগে
কাও কে যুদি বেশি। আদোর করি।
তখন তোদের অনেক হিংসা হয়।
কিন্তু আমি তো তোমাদের সবাই কে ভালোবাসি।
কাও কে কম,কাও কে বেশি নয়।
তোদের চেয়ে বয়সের দূরুত্বটা
আমার অনেক বেশি।
তার পরেও আমি তোদের,
এক জন ভালো বন্ধু,
তোদের দুরন্ত পানাটা
আমার অনেক ভালো লাগে।
জিবনের লুকোচুরিটা।
পবনের হটাৎ রাগ করে বসে থাকাটা।
তন্ময়ের তো রাগে গাল দুটো বলের মত করে
ফুলিয়ে রাখাটা।
হাসান তো কিউট বয়
ও যখন হাত উচিয়ে ভাব দেখায়।
তখন অনেক মজাই লাগে।
তোদের কে নিয়েই তো
আমার সময় কাটানো
সরিফ তো আমার
সমস্যা সমাধান করার
পরার্মশ দাতা।
ছোট হলেও সে আমাকে
সব কিছুর সমাধান দেওয়ার চেষ্টা করে।
এটাই তো ভালোবাসার বন্ধন।