মোঃ আলী আকবর
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অবকাশপূর্ব প্রীতি সমাবেশ অদ্য ১৫ ডিসেম্বর বিকাল ৩ টায় আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদের সভাপতিত্বে ও সমিতির সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইনের সঞ্চালনায় সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন বলেন, বিচারকার্য পরিচালনায় বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আইনজীবীদের দায়-দায়িত্ব সমভাবে বহন করে। করোনা ভাইরাস জনিত কারণে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক অবকাশের ছুটি ১৫দিন কমিয়ে আনা হয়। তিনি অবকাশকালীন সময়ে বিজ্ঞ বিচারক এবং আইনজীবীদের রোগমুক্তি সুস্বাস্থ্য কামনা করে নতুন বৎসরে পুনরায় সুন্দরভাবে মিলিত হওয়ার প্রত্যাশা করে সৃষ্টিকর্তার আর্শীবাদ/দোয়া করেন।
প্রধান অতিথির বক্তব্য জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন বলেন, অবকাশপূর্ব প্রীতি সমাবেশ বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধি করে। বিজ্ঞ আইনজীবী এবং বিজ্ঞ বিচারক ২জনেই ন্যায় বিচারের কার্যক্রমের দিকে কর্মশক্তি সমৃদ্ধ করতে পারে অবকাশের মাধ্যমে। অবকাশ মেধা, স্মৃতি ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়।
সভাপতির বক্তব্য সৈয়দ মোক্তার আহমেদ বলেন, অবকাশকালীন প্রীতি সমাবেশ আইনজীবীদের কর্মদক্ষতা এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করবে। আইনজীবীরা একমাস পারষ্পরিক সর্ম্পক উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে সর্ম্পকের উন্নয়ন ঘটাবে। সমাজের অঘোষিত অভিভাবক হিসেবে আইনজীবী সমাজ সকল প্রকার পরিস্থিতি মোকাবেলা করে। আইনজীবীদের কোন অবকাশ নেই। আইনজীবী সমাজ দেশ ও জাতির ক্রান্তিকালে দীর্ঘদিন থেকে নিরবিচ্ছন্ন ভ’মিকা রেখে আসছে।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন আদালতসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মো. আজিজুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী (টিপু), পাঠাগার সম্পাদক মো. আলী আকবর (সানজিক), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাশেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন, নির্বাহী সদস্য যথাক্রমে এ.এস.এম. রিদওয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. মেজবাহ উদ্দিন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো.মনজুর হোসেন, মুহাম্মদ শফিউল আজম বাবর, শেখ তাপসী তহুরা, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলমসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।