সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে পানিতে ডুবে সিফাত মনি নামের দুই বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে।পানিতে ডুবে মৃত্যু হওয়া সিফাত মনি আনছার মেম্বার পাড়ার বাসিন্দা মো.হেলাল উদ্দিনের মেয়ে।
আজ শনিবার(১৯ জুন) দুপুরে উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের আনছার মেম্বার পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
পটেটোর প্যাকেট হাতে নিয়ে খেলাছিল। পাশে একটি গর্ত ছিল পুকুরের মত । পটেটোর প্যাকেটটি পাশের সেই পুকুরে পড়ে গেছে।সেটি আনতে গিয়ে পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃমোঃশাহরিয়ার আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন জানান শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে।