ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:-
রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক সড়কে দুই মাহিন্দ্র সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবাররের ৩ জন সহ আহত ৯ । বুধবার(১৬ ই জুন) দুপুর ৩ টায় মাচালং থেকে দীঘিনালা গামী মাহিন্দ্র আসার পথে গঙ্গারাম নামক এলাকায় দুই মাহিন্দ্র গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় এসময় ৯ জন আহত হন।
এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যখাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করেন।
আহত’রা হলেন দীঘিনালা উপজেলার মৃতঃ শাহজাহান আলীর ছেলে মোঃ ইউসুফ (৫০) , বাঘাইছড়ি উপজেলার আব্দুস সাত্তার ছেলে মোঃ আব্দুস সোবহান (৩০) , সৈয়দুর রহমান ছেলে মোঃ নাসির মিয়া (৫০) , মৃত শাহ আলমের ছেলে মো: শাহিন হোসেন(৫০), মৃত শাহ আলমের মেয়ে সাজু আকতার(৩০), মো: শাহিন আলমের স্ত্রী মোরশেদা আক্তার(২৫), মৃত ওমর মিয়ার ছেলে মো: শাহজাহান(৫০)।