১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে সামাজিক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “প্রিয় রাঙামাটি” এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রিয় রাঙামাটি’র প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী। উক্ত অনুষ্ঠান কো-অডিনটার হিসেবে দায়িত্ব পালন করেন আজাদুল ইসলাম জিসাত, আমিনুর রহমান রাকিব আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান, সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সিকদার, কার্যকরী সদস্য প্রিয়া হক, সোহেল চাকমা, বিশাল চৌধুরী সানি,মায়েচিং মারমা সাথি, তাজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন কায়সার, আফরা ইবনাত রিয়া।
সমাপ্তিকালীন সময়ে সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন “যাদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি তাদের কে স্মরণ করার লক্ষ্যে এবং তাদের ত্যাগের ইতিহাস কে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ার জন্য আমাদের এই আয়োজন, আমাদের বৈকালিক বিদ্যালয় এর ছাত্রছাত্রীদের নিয়ে। এই দিবসটি আমাদের উপজেলা শাখাগুলোতে ও পালন করা হয়েছে।
“আলোকিত আগামীর প্রত্যয়ে আমাদের পথ চলা ”
সংগৃহীত-প্রিয় রাঙ্গামাটি পেইজ থেকে।