llরিপন ওঝাll
llমহালছড়ি প্রতিনিধিll
মহালছড়িতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস সংক্ষিপ্ত পরিসরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অদ্যকার সংক্ষিপ্ত পরিসরের আয়োজনে বক্তব্যে বলেন আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।