।।মো আলী আকবর llলোহাগড়া।।
সোমবার দুপুর ২ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা সমিতির ৩নং মিলনায়তনে সমিতির সহসভাপতি আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন সঞ্চালনায় এবং সমিতির সাধারণ সম্পাদক এএইচ.এম. জিয়াউদ্দিনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, সাবেক সাধারন সম্পাদক মো. আবদুর রশীদ, উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী (টিপু), পাঠাগার সম্পাদক মো. আলী আকবর (সানজিক), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন, নির্বাহী সদস্য যথাক্রমে, তানজিন আক্তার সানি, মুহাম্মদ শফিউল আজম বাবর, নাসরিন আক্তার চৌধুরী, মো. ওমর ফারুক, মো. মনজুর হোসেন, মো. রবিউল আলম, এবং সাবেক আইটি সম্পাদক ও এপিপি মোঃ রাশেদুল আলম রাশেদ সহ বিপুল সংখ্যক আইনজীবী।
সভায় বক্তারা বলেন, এ জাতির বিজয় সুনিশ্চিত জেনে জাতিকে মেধাশূণ্য পঙ্গু জাতিতে রুপান্তরিত করতে পাকিস্তানী হানাদার বাহিনী ও দেশীয় রাজাকার, আল বদর, আল সামশরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। তারা বুঝতে পেরেছিল এ জাতিকে দমিয়ে রাখা যাবে না। বক্তারা আরো বলেন সঠিক বুদ্ধি বৃত্তির চর্চার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে হবে। সভায় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীগণের প্রতি সম্মান জানানো সহ তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।