রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটি জেলা প্রশাসকের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর কার্যালয়ে স্বাক্ষাতে মিলিত হন। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি কাজি মোঃ জালোয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, সহ- সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, মহিলা পরিষদ নেত্রী মনিকা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি হাবিব আজম উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমি সমস্যা ভূমি বন্দোবস্তি ও রেজিষ্ট্রি সংক্রান্ত জটিলতা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এছাড়াও জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি, চাকুরী ও ভর্তির ক্ষেত্রে সকল সম্প্রদায়ের মাঝে সমবন্টন নিশ্চিত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।
আলোচনায় জেলা প্রশাসক এসব বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাস দিয়ে বেলন পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের ন্যায্য অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব।