বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাফিলের পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাঘাইছড়ি উপজেলা শাখা ও পৌর শাখা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
আজ রবিবার (৩০মে) বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সন্ধা-১৮ঃ৫০ হইতে ১৯ঃ৩০ ঘটিকায় আলোচনা দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন মোঃ উমর আলী, সভাপতি উপজেলা বিএনপি বাঘাইছড়ি। মোনাজাত পরিচালনা করেনঃ মৌওলানা মোঃ নরশেদ আলী,
এ সময় উপস্থিত ছিলেন মোঃ নিজামুদ্দিন বাবু, সভাপতি পৌর বিএনপি বাঘাইছড়ি। মোঃ জাবেদুল আলম, সেক্রেটারি উপজেলা বিএনপি বাঘাইছড়ি। রহমতুল্লাহ খাজা – সেক্রেটারি উপজেলা বিএনপি বাঘাইছড়ি। বদিউল আলম – সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি বাঘাইছড়ি। নুরুল আলম কমিশনার – সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি বাঘাইছড়ি। আঃ সবুর – আহবায়ক যুবদল উপজেলা বিএনপি বাঘাইছড়ি। মামুন – সদস্য সচিব যুবদল উপজেলা বিএনপি বাঘাইছড়ি সহ আরও উপস্থিত ছিলেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী -৮০/৯০ জন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শোকের একটি দিন। এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশি-বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর দর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন