অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। রবিবার (১৩ ডিসেম্বর) পৃথক পৃথক ভাবে তাদের বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়।
এইসময় কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির উপদেষ্টা কেপিএম এর জিএম (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার, পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই সীতার ঘাট মন্দিরের সাধারন সম্পাদক আশীষ দাশ, সাবেক সাধারন সম্পাদক রতন বিশ্বাস, মিশন সিদ্বেশ্বরী কালী মন্দিরের সাধারন সম্পাদক জগদীশ দাশ, পুজা উদযাপন কমিটির সদস্য পংকজ দেবনাথ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।