মোঃ,আজগর আলী খান,রাজস্থলী প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ট্রুনামেন্ট অনুূর্ধ্ব ১৭ বালক ২০২১. ২৯ মে শনিবার উপজেলার তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল তিন টায় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ময়থি মারমা সহ অগনীত দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ১ নং ঘিলাছড়ি একাদশ বনাম ২ নং গাইন্দ্যা একাদশের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা অনুষ্টিত হয়। এতে গাইন্দ্যা একাদশ ০৩ গোলে ঘিলাছড়ি কে পরাজিত করে ২য় ম্যাচের খেলায় উর্ত্তীন হয়। আগামীকাল রবিবার একই মাঠে ৩ নং বাঙ্গালহালিয়া একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, বিজয়ী গাইন্দ্যা একাদশ। খেলায় ভাষ্যকার হিসেবে ছিলেন সহকারি শিক্ষক উজ্বল কান্তি তনচংগ্যা, প্রধান শিক্ষক মংথো মারমা।