আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
বাঘাইছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ৯০ জন কৃষকের মাঝে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
( ৯ জুলাই)উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এসব সামগ্ৰী বিতরণের উদ্বোধনকালে কৃষকদের কল্যানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের ভূঁয়শী প্রশংসা করেন এবং কৃষিতে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার বলেন, এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃআসাদুজ্জামান,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত সামগ্ৰীর মধ্যে রয়েছে, খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ২৮০ জন ও রেমাল এর ক্ষতিগ্রস্ত ৮১০ জন জন কৃষকের মাঝে প্রতিজনকে ডিএমপি -১০ কেজি, এম ওপি-১০ কেজি ও ৫ কেজি করে বীজ ধান প্রদান করা হয়েছে।