ফয়সাল মাহমুদ,লক্ষ্মীপুর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে “কাঙ্গালী ভোজ চিত্রাংকন প্রতিযোগিতা” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জেলা-উপজেলায় কাঙ্গালীভোজ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।