অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
ইচ্ছা,শক্তি ও মনোবল থাকলে সব কিছু জয় করা সম্ভব। কথা গুলো বলেছেন চটগ্রাম অঞ্চল, রাঙ্গামাটি জেলার এবার বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড অর্জনকারি ও সহকারী জেলা কমিশনার শিক্ষক ফেরদৌস আক্তার। ২০১৯-২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে স্কাউটের বিভিন্ন অবদান রাখায় রাঙ্গামাটি জেলার মধ্যে সহকারী কমিশনার পদে এ অ্যাওর্য়াড প্রাপ্ত সার্টিফিকেট অর্জন করেন তিনি। এবং তিনি ২০১৮ সালে কাপ্তাই উপজেলার প্রথম মহিলা উডব্যাজার।
দূর্গম পাহাড়ী এলাকার ৪নং কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে ফেরদৌস আক্তার বর্তমানে কর্মরত রয়েছেন। বিগত কয়েক বছর যাবৎ শিক্ষা, কর্মক্ষেত্রে ও বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন অবদানের জন্য ২০১৬ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত জেলা ও উপজেলা কাব লিডার,২০১৭ সালে উপজেলা এবং রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি।
মঙ্গলবার (৫জানুয়ারী২১) বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড(রাঙ্গামাটি জেলার সহকারী কমিশনার) এ অর্জন প্রাপ্ত তালিকা ঘোষনা করা হয়।
পরিবারিক জীবনে স্বামী,এক ছেলে এক মেয়ে রয়েছে তাঁর। ছেলে এনামুল হক টিপু ২০১৫ সালে কাপ্তাই নৌ স্কাউটস হতে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড এবং মেয়ে রাইসা ফেরদৌস বর্ণা কাপ্তাই জেলা নৌ স্কাউটস এ স্কাউট হিসেবে যুক্ত আছেন।
তিনি জানান, তাঁর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় শতভাগ শিক্ষার্থী স্কাউটিং এর সাথে সম্পৃক্ত রয়েছে। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষকতা করেছি সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ পরিবার মনে করে কাজ করে আসছি। যতদিন বেঁচে থাকব সেবা ও জনকল্যানে কাজ করে যাব।উক্ত শিক্ষক ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করায় উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ,স্কাউটসদল,৪নং কাপ্তাই ইউপি পরিষদ, কাপ্তাই প্রেসক্লাব,পিটিএ,সিএমসি সহ সকলেই অভিনন্দন জানিয়েছেন তাঁকে।