শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল মৌলভীবাজারঃ
গ্রাম বাংলার ঐতিহ্য দলবেঁধে মাছ ধরা। গ্রামের বিভিন্ন বয়সী মানুষ দিনক্ষণ ঠিক করে মাছ ধরার উৎসবে মেতে উঠেন। কালের বিবর্তনে গ্রামীণ অন্যান্য ঐতিহ্যের মতো মাছ ধরা উৎসবটাও প্রায় বিলুপ্ত।
আজ ৩১ আক্টোবর রোববার সকালে তিন কিলোমিটার এলাকা জুড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর মাধবপুরে (সুরভী পয়েন্টে ) মাছ ধরার উৎসব চলে। এতে বিভিন্ন গ্রামের শতাধিক মাছ শিকারি অংশ নেন। মাছ ধরা দেখতে নদীর পাড়ে উৎসুক জনতা ভীড় করে।পানিতে একের পর এক ঝাঁপ দেওয়া আর হৈ হুল্লোর করে সামনের দিকে ছন্দের তালে তালে এগিয়ে যেতে থাকেন তারা।এ যেন হারিয়ে যাওয়া বাংলার সৌন্দর্যময় দৃশ্য আর ঐতিহ্যের জয়গান।
এক প্রকার বাঁশের তৈরী উপকরণ দিয়ে তৈরি করা হয় পলো। পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল, পেলুন ইত্যাদি দিয়ে মাছ শিকার করেন অনেকে।
আলোচনা করে দিনক্ষণ ও মাছ ধরার এলাকা ঠিক করে দলবেঁধে মাছ ধরেন শিকারিরা। তাতে একজনের নেতৃত্ব মেনে অন্যরা মেতে উঠেন মাছ ধরা উৎসবে।
প্রতিবছর শুকনো মৌসুমে খাল, বিল ও নদীর পানি কোমর পর্যন্ত পৌঁছালে এই মাছ ধরা উৎসব শুরু হয়।