নিউটন চাকমা, কাউখালীঃ
পার্বত্য চট্টগ্রামসহ সকল অঞ্চলের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের জনসাধারণকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বসবাসসহ সবধরনের অনুষ্ঠান, আচার ব্যবহার, মানবিক মূল্যবোধ জাগ্রত করে সাম্প্রদায়িকতা ও উগ্রতাবাদী মনুষ্যত্ব ত্যাগ পরিহার করে অসাম্প্রদায়িকতা চেতনা নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হতে হবে বলে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাবু দীপংকর তালুকদার এমপি জেলার কাউখালী উপজেলাধীন ঘাগড়া বৈজয়ন্ত বন বিহারে দু’দিন ব্যাপী ২১তম দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
তিনি আরো বলেন, যে এলাকার অনুষ্ঠান হোক না কেন সকল সম্প্রদায়ের ধর্ম যার যার উৎসব সবার। সেজন্য রাঙামাটিসহ সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের একমাস ব্যাপী অনুষ্টেয় দানোত্তম কঠিন চীবর অনুষ্টান চলমান রয়েছে। নিজ নিজ দায়িত্ববোধ উৎসাহিত করে অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে অনুষ্টানে অংশগ্রহণ করা সবক্ষেত্রে সচেতন হতে হবে। এক্ষেত্রে সবার মনে একটা একে অপরের প্রতি দয়া, করুনা উৎপত্তির কাজ করবে। এসব উৎপত্তি হলে কেউ কাউকে ক্ষতিসাধিত করবেনা।
আজ ২৮ অক্টোবর রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলাধীন ঘাগড়া বৈজয়ন্ত বন বিহারে ২১তম দানোত্তম কঠিন চীবর দান-২০২১ অনুষ্ঠানটি ২য় পর্বে বৌদ্ধ ধর্মীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্টান শুরু করা হয়। এই মহতি পূর্ণ্যানুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য ঝর্ণা খীসা, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তনচংগ্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভদন্ত ড. জিনবোধি মহাস্থবির, ভদন্ত জ্ঞানপ্রিয় মহাস্থবির, ভদন্ত মহামিত্র মহাস্থবির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত পুজনীয় ভিক্ষু সংঘের নিকট চীবর দান করার মধ্যে দিয়ে ঘাগড়া বৈজয়ন্ত বনবিহারে ২১তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্টান সম্পন্ন হয়।