কাউখালী প্রতিনিধিঃ
জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দীপংকর তালুকদার এমপির নামে বেতবুনিয়ায় কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী সভাপতিত্বে বেতবুনিয়া সার্বজনীন স্থানীয় এলাকাবাসীদের নিয়ে এক মতবিনিময় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার (২৫ অক্টোবর) বেতবুনিয়ায় দীপংকর তালুকদার নামে কলেজ প্রতিষ্ঠার প্রস্তুতি সভায় কাউখালী উপজেলা চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মার্মা, বেতবুনিয়া চেয়ারম্যান খইচাবাই তালুকদার, ফটিকছড়ি ইউপি ধন কুমার চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক থুইমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউখালী উপজেলা যুবলীগ সভাপতি অংক্যাজ চৌধুরী, ফটিকছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মংশিহলা চৌধুরী ও সাধারণ সম্পাদক লাথোয়াই মারমাসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অংসুই প্রু চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন। দেশে শিক্ষাকে প্রসার করতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা মুলক শিক্ষা কাযর্ক্রম চলছে। এই রকম প্রতিযোগিতার ভিত্তিতেই বেতবুনিয়ায় কলেজ প্রতিষ্ঠা হলে সেই প্রতিযোগিতা মুলক চলমান রাখতে হবে বলে জানান। সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের এই প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন এলাকা বিশেষে এলাকাবাসীদের সুবিধার্থে অঞ্চল ভিত্তিক স্কুল-কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তারই আলোকে বেতবুনিয়াতেও দীপংকর তালুকদার এমপির নামে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য চলামান রয়েছে। সেই লক্ষ্যে চলমান প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য আজ এখানে সকল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সমবেত হয়েছি। বেতবুনিয়ায় কলেজটি অতিশীঘ্রই বাস্তবায়নের জন্য সকলের প্রতি সহযোগিতার কামনা করছেন। এই এলাকার কলেজটি প্রতিষ্ঠা করা হলে নিরীহ, গরীব, অসহায়রা সুবিধা ভোগ করবে। বেতবুনিয়ায় এলাকায় কলেজটি প্রতিষ্ঠা করেই এলাকায় শিক্ষার আলো চড়াতেই তিনি বদ্ধপরিকর বলে মন্তব্য করেন।
এদিকে আলোচনা সভায় বক্তারা বলেছেন, কাউখালী উপজেলাতে বর্তমানে ২টি কলেজ চালু রয়েছে। এই দু’টি ব্যতিরেকে বেতবুনিয়ায় আরো একটি কলেজ প্রতিষ্ঠা হলে তাহলে প্রতিদ্বন্দিতা হবে। সুতরাং এই প্রতিদ্বন্দিতায় বেতবুনিয়া কলেজটি এক নাম্বারে প্রতিষ্ঠাতা লাভ করবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেছেন। বেতবুনিয়ায় কলেজ স্থাপনে যা যা প্রয়োজন হবে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দেয়া হয়।
প্রস্তুতি সভায় বাংলাদেশের দেশরত্ন জননেত্রী ও আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো গতিশীল এবং বেগবান করতে আওয়ামীলীগের সকল অংগ সংগঠনকে একযোগে কাজ করার প্রত্যয়ে এগিয়ের আসার আহ্নবান জানান।