টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি:
১৯/০৯/২০২১( রবিবার ) সকালে নানিয়ারচর উপজেলাধীন গরীর, অসহায় ও দুস্থ ১০ টি পরিবারকে সহায়তা প্রধান করেন নানিয়ারচর জোন। বিদ্যানন্দ সংগৃহীত যাকাত ফান্ডের অর্থায়নে এবং নানিয়ারচর জোনের ব্যাবস্থাপনায় এই সহায়তা প্রধান করা হয়।
এসময় নানিয়ারচর আর্মি জোনের জোন কমান্ডার জনাব, লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাবুদ হাসান পি এস সি মহোদয় উপজেলার ১০ টি পরিবারের মাঝে ১টি গরু, ১২টি ছাগল, ২টি সেলাই মেশিন ও এক জনকে মাছ ধরার জাল প্রদান করেন।