লেখক: মোঃসফিকুল ইসলাম
স্বাধীনতা মানে মুক্তি যুদ্ধো
স্বাধীনতা মানে সংগ্রাম।
স্বাধীনতা মানে মুক্তি
স্বাধীনতা মানে
আকাশে ডানা মেলা পাখির উড়াল।
স্বাধীনতা মানে বঙ্গ বন্ধুর
৭ মার্চ এর ভাষন।
স্বাধীনতা মানে
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
স্বাধীনতা মানে
তারুনের উদ্দাম।
স্বাধীনতা মানে
মা বোনের সম্ভরম হারানোর
অশ্রজরে সিক্ত সকাল।
স্বাধীনতা মানে
মায়ের সকাল থেকে সন্ধা পযন্ত
অপেক্ষাকরা।
স্বাধীনতা মানে
রহিমার হাতে লাল টকটকে
মেহেদি রাঙ্গান হাত।
স্বাধীনতা মানে
বীর শ্রেষ্ঠ,
স্বাধীনতা মানে
আব্দুল আলীর রক্তে রাঙ্গানো
রাংগামাটি
স্বাধীনতা মানে
কৃষকের কাদে নাঙ্গল
কাদে নিয়ে মাঠে চলা।
স্বাধীনতা মানে
সূর্য উঠা সুন্দার সকাল।
স্বাধীনতা মানে
ঘাসের উপর বিন্দু বিন্দু জল রাশি।