llলোহাগড়া উপজেলা ll
চট্টগ্রাম প্রতিনিধি।।
কোভিড ১৯ করোনা ভাইরাসের দেশের সকল লোক বতর্মান অসহায়,দেশের শিক্ষা ব্যাবস্থা হাটি হাটি করে চলছে,তাই মনটাকে প্রশান্তি করার একটি ক্ষুদ্র প্রয়াসের আয়োজন করলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার অন্যতম সংগঠন স্টুডেন্ট’স অব দ্যা স্পোর্টিং ক্লাব।
আজ ২৫/১১/২০ সকালে এই আনন্দ ভ্রমণ ২১ জন সদস্যকে নিয়ে উপদেষ্টা: শাহাদাতুল কালাম খোকা ও সভাপতির এই বিশেষ আয়োজন।
উপস্থিত কিছু সদ্যসদের সাথে কথা বলে রাঙ্গামাটি নিউজ ২৪ ডটকমের প্রতিনিধি কে জানিয়েছেন,আমাদের এই আয়োজন পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে,তাছাড়া দেশের বর্তমান পরিস্থিতি অনেক খারাপ,শীতে আরো করোনার ভয়াবহতা বাড়তে পারে, স্বস্থবিধি মেনে সবাইকে মনোরম পরিবেশে বেড়াতে আহবান করছি,এতে মন ভালো হবে।
এদিকে সভাপতি : আনিসুর রহমান আনিস ও উপদেষ্টাদের সাথে কথা বলে তারা জানিয়েছেন,আমরা আমাদের সদস্য মনের কথা বলতে পারি,এই করোনা মহামারির গম্ভীরতা কাটাতে কিছুটা সময় আমাদের এই আয়োজন।