হাবিবুর রহমান :
মহামারী করোনা ভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় রাঙ্গামাটি জেলায় ১০,০০০ পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কতৃক প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
করোনা মহামারির তাণ্ডবে ভেঙে পড়েছে সাধারণ মানুষের আয়ের পথ।নিম্নমুখী আয়ের মানুষের দুঃখ লাঘব করতে সরকার সারা দেশব্যাপী নিয়েছে নানা পদক্ষেপ।
সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কতৃক প্রধানমন্ত্রীর উপহার সমূহ সাধারণ মানুষের হাতে তুলে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২৯৯ নং আসনের সাংসদ দীপঙ্কর তালুকদার এমপি।সভাপতিত্ব করেন,রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান,অংসুই প্রু চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর,রাংগামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জ্বামান মহসিন রোমান,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ করিম আকবর ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।