(রিপন ওঝা)
খাগড়াছড়ি জেলা পরিষদ ১৫ সদস্য নিয়ে পূর্ণগঠন হয়েছে। গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুন:গঠিত ফাইলে অনুমোদন দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি ভৌমিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিষদ পুনর্গঠনের কথা জানানো হয়। পূর্নগঠনের ফ্যাক্স বার্তার মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদ তথ্য সকল নেতাকর্মীগণ পেয়ে থাকেন।
খাগড়াছড়ি জেলা পরিষদের সদ্য পূর্ণগঠিত নবনিযুক্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু নেতৃত্বে নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, আশুতোষ চাকমা, মোঃ আব্দুল জব্বার,রেম্রাচাই চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল এবং শতরূপা চাকমা স্থান পেয়েছেন এবং নতুন সদস্য হিসেবে শুভমংগল চাকমা,নিলোৎপল খীসা,মাইন উদ্দিন, হিরণজয় ত্রিপুরা, মেমং মারমা এবং শাহিনা আক্তার সদস্যদের নিয়ে ২৯৮ নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা (প্রতিমন্ত্রী)র সাথে সৌজন্যে সাক্ষাৎ সম্পন্ন করেন।
নবনিযুক্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রজ্ঞাপন অনুযায়ী শপথ গ্রহন করার মধ্যে দিয়েই দায়িত্বভার বুঝে নেবেন।
তবে আজ সদ্য ঘোষণাকৃত জেলা পরিষদ নবনিযুক্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সহ সকল সদস্যদের সাথে সকল উপজেলার আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ সৌজন্যে সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য যে,খাগড়াছড়ি জেলা পরিষদ আইন, ১৯৮৯ খাগড়াছড়ি জেলা পরিষদ (সংশোধন),১৯৯৭ এর ১৬(ক) উপধারা এবং ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযু্ক্ত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে অন্তবর্তী কালীন পরিষদ পূর্ণগঠন করা হয়।