অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর ৫০০ শত অসহায় ও দুস্থ পরিবার পেলো নগদ অর্থ সহায়তা।
রবিবার ( ২ মে) সকাল ১১ টায় নারারগিরি সরকারি স্কুল মাঠ এবং সকাল ১২ টায় কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিবার প্রতি ৫০০(পাঁচশত) টাকা করে সর্বমোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উপকার ভোগীদের হাতে তুলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ।
এইসময় উপজেলা পিআইও মোঃ আবদুল হান্নান , ট্যাগ অফিসার উপজেলা বি আর ডি বি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার সহ পরিষদের সদস্যবৃন্দ এবং সুবিধা ভোগীগন উপস্থিত ছিলেন ।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, এটা সহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ৫০০ জন করে সর্বমোট ২৫০০ অসহায় পরিবারকে সাড়ে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।