মো আরিফুল ইসলাম,রাঙ্গামাটি:
পার্বত্য রাঙ্গামাটি জেলার ভুষনছড়া ইউপিতে পবিত্র রমজান উপলক্ষে ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১লা মে) বিকেলে অত্র ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন, ৭নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মামুনর রশীদ মামুন।
ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে নগদ ৫০০টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ৪নং ভুষনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাইদ মেম্বার,ট্যাগ অফিসার মো হানিফ, ইউপি সদস্য আব্দুস ছবুর তালুকদার, আব্দুল জলিল, সবুর তালুকদার সহ সকল এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এই সময় মো মামুনর রশীদ মামুন বলেন ,পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা নির্দেশে ভুষনছড়া ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে সরকারের বিধিমোতাবেক পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে ।
আরো পড়ুনঃ